অনলাইনে আয় করার ও কার্যকর টিপস ও ট্রিক্স। আমরা কেন অনলাইনে ইনকাম করবো? আমরা দিনের কতটুকু সময় অনলাইনে কাটায় হিসাব করেছি, কখনও? চলুন দেখি…
কীভাবে অনলাইনে ইনকাম করা যায়? এটি গ্লোবালই ট্রেন্ডিং ইস্যু। যতদিন যাচ্ছে পৃথিবীর আঁকার তত ছোট হয়ে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে মানুষ তাঁর যাবতীয় কাজ ও আয় করতে পারছে ঘরে বসেই। ফলে আজ আমেরিকায় বসে যেমন সারা বিশ্বের কাজ করা যায় তেমনি স্বদেশ থেকে কাজ করা যায় সারা বিশ্বে। প্রকৃতপক্ষে মানুষের সম্মান নির্ভর করে সে সম্মানের সাথে কেমন দৈনিক বা মাসিক আয় করে তাঁর ওপর।
তবে মানুষের আয় নির্ভর করে অনেকটা ব্যয়ের ওপর। এইকথাটি আপনার কাছে উল্টো মনে হতে পারে। কিন্ত বাস্তবতা নির্ভর করছে এই একটি কথার উপর। আপনি কী এমন ডাক্তার দেখেছেন যিনি হাসপাতালে তাঁর সরকারি ডিউটির বাইরে ব্যক্তিগতভাবে রোগী দেখেন না? তিনি কিছু সময়ের জন্য বিনামূল্যে ট্রিটমেন্ট দেন এটি কখনও কখনও সত্য আবার প্রফেশনালি তিনি রোগী দেখেন।
এমনকি অনেককে পাবেন পরিবারের মানুষকে সময় দিতেই ভুলে যান। এটি অবশ্য কাম্য নয়। তবে আমাদের অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ইনকাম বা আয়ের পথ সুগম রাখতে হয়। কেননা, আমরা সবাই পারিবারিক বন্ধনে আবদ্ধ। আবার একেক জনের চাহিদা একেক রকম। মনে করুন, একজন এমেরিকার ওয়াশিংটনের বাসিন্দা। আপনি চিন্তা করুন তো, আপনার দৈনিক কী পরিমান খরচ হবে? অথবা আপনি কোন বড় বস্তির আশেপাশে থাকেন তাহলে খরচের পার্থক্য বুঝতেই পারছেন।
অনলাইনে আয় করা সহজ মাধ্যম
এটি তো জানেনই কাজ পাওয়া দিনদিন কতটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকেই ট্রেন্ডিং মার্কেট অনুযায়ী পড়াশোনা করছে। আগামী ১০ দশ বছর বা ৫ পাঁচ বছর পর কোন বিষয়ের ডিমান্ড হবে অনেকেই তা অনুমান করতে পারছেন। আবার অনেকেই এই ট্র্যাকের বাইরে আছেন। পরবর্তীতে দূর্বিষহ জীবন যাপন করছেন।
তাহলে, বাড়িতে থেকে বা নিরাপদে পরিবারের সাথে থেকে যদি ভালো ইনকাম করা যায় সেটি অনেক বেশি ভাল না? এটি আপনার জন্য প্রশ্ন। তবে খেয়াল করুন, ট্রেন্ডিং কী? অর্থ্যাৎ পুরো বিশ্ব কোন দিকে যাচ্ছে। আগেই বলা হয়েছে পৃথিবীর আঁকার দিনদিন ছোট হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি গ্লোবাল নাগরিক।
আপনি ইনকাম করতে পারেন-
- অনলাইন কেনা বেচা
- অ্যামাজন শেয়ার মার্কেট
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- অনলাইন প্রডাক্ট প্রমোশন
- এসইও মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- প্রফেশনাল ভিডিও এডিটিং
- গুগল অ্যাডসেন্স থেকে
- ইউটিউব অ্যাডসেন্স
- অ্যাডমুভ
- ফ্রিল্যান্সিং
- ওয়েব ডিজাইনার
- গ্রাফিক্স ডিজাইনার
- গেইম ডেভেলপার
- প্রোগ্রামিং
- মোবাইল অ্যাপ্স ডেভেলপার
যদিও এগুলো ছাড়া আরো কিছু বিষয় আছে যা পরবর্তীতে ধারাবাহিক আলোচনা করা হবে। অনলাইন কেনা বেচা হল: আপনার অনলাইনে একটি স্টোর থাকবে। বাতবে আপনার কোন স্টোরই নাই। আপনি যেখানে থাকেন বা যেখানে ঘুমান সেটিই আপনার স্টোর। সেখানেই আপনার মালামাল থাকবে। আর সাথে একটি মোবাইল ফোন থাকবে। আপনি একটি পেইজ ক্রিয়েট করবেন। সেখানে আপনার পণ্যের বিজ্ঞাপন থাকবে। সবাই আপনার পণ্য কিনবে অনলাইন থেকে। অনলাইনেই সবাই অর্ডার করবে। আপনি মোবাইল নোটিফিকেশন দেখে আপনার প্রোডাক্ট কুরিয়ার করবেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট। আপনি প্রিপেইড বা পোস্ট পেইড উভয় ভাবেই আপনার প্রোডাক্ট সেলসের ব্যবস্থা রাখতে পারেন। ধরুন, আপনি ভালো আচার বানাতে পারেন। তাহলে আপনার এই আচারই সারা বিশ্বের ইউনিক প্রোডাক্ট হিসেবে খ্যাতি পেতে পারে। আপনি ইলন মাস্কের মত বিখ্যাত হয়ে উঠতে পারেন। মাথায় রাখেন, কেউই ইলন মাস্ক হয়ে জন্মায় না। দুই একজন জন্মালেও তা উদাহরণ নয়। উদাহরণ হবেন আপনি নিজেই।
অনলাইনে ইনকাম কি কি বিষয়ের উপর নির্ভর করে বিস্তারিত
#অ্যামাজন: অ্যামাজন অনলাইন শপিং মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট। এখানে চাইলেই আপনি শেয়ার নিতে পারেন। এজন্য আপনাকে কোন ডলার খরচ করতে হবে না। আপনাকে অ্যামাজনের ওয়েব সাইটে এসে একটি একাউন্ট খুলতে হবে। অন্যরা যখন কোন পণ্য ক্রয়ের জন্য অনলাইনে এসে গুগল সার্চ করবে তখন আপনার কার্যক্রমের উপর ভিত্তি করে গুগল আপনার একাউন্টের পেইজ ভিজিটরের সামনে নিয়ে যাবে। অনলাইন ক্রেতাগণ যখন কোন প্রোডাক্ট ক্রয়ের জন্য অর্ডার করবে তা আপনার পেইজ থেকেই করবে। কিন্তু অ্যামাজনের সাথে আপনার চুক্তির জন্য আপনি লভ্যাংশের একটি বড় অংশ পাবেন। যেহেতু এই প্রোডাক্ট বিক্রির জন্য আপনিই মিডিয়া ছিলেন। তাই অ্যামাজন আপনাকে অনার করবে।
ইসইও: সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন আর প্রোডাক্ট প্রোমোশন বলেন এগুলো সবই এসইও এর ফলাফল। এগুলো নিয়ে আলাদা আলাদা মার্কেট প্লেসে যেমন কাজ করা যায় তেমনি শুধুমাত্র এসইও নিয়েও কাজ করা যায়। অনেক বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো শুধুমাত্র এসইও দ্বারা দিকে আছে বীরদর্পে। আজ যদি গুগল শুধু এসইও ট্যুল রিসিভ না করে তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা থেকে গুগল, ইউটিউব, ফেসবুক পেছেনে চলে যাবে। আর এই ব্যবসার সাথে যারা জড়িত তাঁদের কী অবস্থা হবে একবার ভাবুন। এসইও নিয়ে আপনি ফাইভার ডট কম, ফ্রিল্যান্সার ডট কমসহ বিশ্বের আন্তর্জাতিক শ্রম বাজারে বিশাল ইম্পয়াক্ট ফেলতে পারেন। অনলাইনে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন।
সবচেয়ে ট্রেন্ডিং অনলাইন আয় ভিডিয়ো এডিটিং
#ভিডিয়ো এডিটিং: আপনি চিন্তাও করতে পারছেন না, অনলাইন ইনকামের কতটুকু জায়গা ভিডিয়ো এডিটিং দখল করে আছে। যত দিন যাচ্ছে এই স্কিলের মূল্য তত বৃদ্ধি পাচ্ছে গুণোত্তর ধারায়। আপনার এমন মনে করার কোন কারণ নাই, ভিডিয়ো এডিটিং শুধু বিয়ে বাড়িতেই দরকার। যে কোন পণ্য ক্রেতার নিকট গ্রহণযোগ্য করে তোলার একমাত্র ও নির্ভরযোগ্য উপায় হল ভিডিয়ো। আবার নতুন কোন সফটওয়্যার বা অ্যাপ্স রিলিজ হলে তার ব্যবহার বিধি ইউজারদের নিকট সহজবোধ্য করে তোলার জন্য ভিডিয়ো এর বিকল্প নাই। আবার পুরো বিশ্বের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাপণা কৌশল ভিডিয়োর মাধ্যমে চলছে। প্রতিষ্ঠানগুলো নতুন করে ভাবছে ব্লেন্ডেড লার্নিং নিয়ে। ব্লেন্ডেড লার্নিং পুরোনো কথা হলেও এর উপযোগিতা এখন তুঙ্গে।
#গুগল অ্যাডসেন্স থেকে কীভাবে অনলাইনে সহজেই আয় করা যায় তা পাবেন পরের লেখায়।
যে কোন চাকরি বা ভর্তির ভাইভা বোর্ডে যা জানা দরকার। পড়তে এখানে ক্লিক করুন