NTRCA Authority has been published NTRCA Exam 2020 Syllabus. NTRCA কর্তৃপক্ষ ২০২০ সালের পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। NTRCA পরীক্ষা দুই স্তরে হয়ে থাকে। স্তর দুটি হলো স্কুল ও কলেজ পর্যায়। NTRCA Exam Candidate এর প্রত্যেকেই দুই স্তরেই পরীক্ষা দিতে পারবে। আগের দিন স্কুল পর্যায়ের পরীক্ষা হয়। স্কুল পর্যায়ের পরীক্ষার পরের দিন কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ের পরীক্ষা দুটি ভাগে সম্পন্ন হয়। প্রথমে MCQ অর্থ্যাৎ multiple choice question। এমসিকিউ পরীক্ষা শেষে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০০ নম্বরের এমসিকিউ অংশের পরীক্ষার সিলেবাস অনুযায়ী আপনি ভাগ করে পড়লে খুব কম সময়ে ভাল ফলাফল করতে পারেন। তবে আপনার স্কোর কেমন ভালো হবে তা নির্ভর করে আপনার বিষয় ভিত্তিক পরীক্ষার উপর।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর সিলেবাস কলেজ পর্যায়
Subject for preliminary Test: বিষয় কোড: 400
যে বিষয়গুলোর উপর এমসিকিউ প্রশ্ন থাকবে তা হলো: NTRCA সিলেবাস নিম্নে উল্লেখ করা হলো।
ক) বাংলা (Bengali)
খ) ইংরেজি English
গ) গণিত (General Mathematics)
ঘ) সাধারণ জ্ঞান (General Knowledge)
NTRCA syllabus (সিলেবাস) এর এই চারটি বিষয় থেকে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়: এক ঘন্টা।
NTRCA syllabus (সিলেবাস) এর বাংলা বিষয় থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। বিষয়গুলো হলো:
ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন, বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস, প্রত্যয়, বিন্যাস, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা, বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি,কারক, সমাস, কারকের বিভক্তি, প্রত্যয় প্রভৃতি বিষয়ের প্রায়োগিক বিষয়ের প্রশ্ন আসতে পারে।
NTRCA syllabus (সিলেবাস) এর ইংরেজি ২৫ নম্বরের মধ্যে থাকবে-
Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms and Antonyms, completing sentences, Idioms and phrases.
NTRCA syllabus (সিলেবাস) এর সাধারণ গণিতের ২৫ নম্বরের মধ্যে থাকবে:
অনেকের ক্ষেত্রে গণিত অংশেই বেশী সমস্যা মনে হয়। একটি বিষয় আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তাহলো গণিত নিয়মিত চর্চার বিষয়। গণিত চর্চা করতে হবে। পাটিগণিত: সূত্র ও নিয়মাবলী (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, শতকরা গাণিতিক সমস্যা সমাধান, সুদকষা গাণিতিক সমস্যা সমাধান, লাভ ক্ষতির গাণিতিক সমস্যা সমাধান।



উপরের ছবিতে এনটি আর সি এ কর্তৃক দেয়া সিলাবাস সংযুক্ত করা হয়েছে। বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজিগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান ও অনুপাত ও সমানুপাত বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান,
জ্যামিতি: জ্যামিতি অংশ থেকে পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ সমস্যা বিষয়ক সমাধান।
ঘ) সাধারণ জ্ঞান:
NTRCA syllabus (সিলেবাস) এর সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে ২৫ নম্বরের।
এক. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
দুই. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
তিন. বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যধি সম্পর্কিত মৌলিক জ্ঞান সম্পর্কিত বিষয়াবলী।
সাধারণ জ্ঞানের সিলেবাস বেশ বড় হলেও একটু সময় দিলে পড়লে তা আয়ত্বে আনা সম্ভব।
বিস্তারিত বিষয়াবলী: বাংলাদেশের ভূ-প্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারী ও বেসরকারী লক্ষ্য, নীতি, পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ, ও শিক্ষা) কর্মসূচী, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ, চিকিৎসা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান সংশ্লিষ্ট । সাধারণ রোগ ব্যধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।
মনে রাখতে হবে, এটি একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা। শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এক সময় এমন নিয়ম ছিলো যে, শুধু NTRCA Teachers Recruitment শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেই চলবে। কিন্ত বেসরকারী শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন অথরিটি NTRCA কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ শুরু করলে তখন থেকে নিবন্ধন পরীক্ষার নম্বর বিশেষ বিবেচনায় আসে। ফলে আপনি যখন কোন কলেজে নিবন্ধন পাশ করার পর যখন আবেদন করবেন, সেক্ষেত্রে দেখা হবে- নিয়োগ প্রত্যাশীদের মধ্যে কার নিবন্ধন পরীক্ষায় নম্বর বেশী।
সে কারণে যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসা উচিৎ। আপনাদের জন্য শুভ কামনা রইল।