NTRCA circular: এনটিআরসিএ ২০২১ সালে সবচেয়ে বড় সার্কুলার প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ স্কুল ও কলেজের জন্য ২৬৮৩৮ জন শিক্ষক নিয়োগ দেবে শুন্য পদে, এই ২৬৮৩৮ জন শিক্ষক এমপিও ভূক্ত হতে পারবেন। এছাড়া নন এমপিও পদে ৪২৬৩ জন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ। উল্লেখ্য নন এমপিও পদে নিয়োগ পেলে শিক্ষকগণ সরকার থেকে কোন বেতন ভাতা প্রাপ্য হবেন না।
এই এনটিআরসিএ ২০২১ সালের ৩য় সার্কুলারের মাধ্যমে মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ১৯১৫৪ জন শিক্ষক শূন্য পদে নিয়োগ পাবেন।
এই শাখায় ১৮৪২ জন শিক্ষক নন এমপিও পদে নিয়োগ পাবেন।
In this NTRCA 3rd public circular -এ এছাড়া ২২০৭ টি পদ সংরক্ষিত থাকবে।
Latest ntrca circular



এখানে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরির এন্ট্রি বয়স ৩৫ বছর হলেও এবারের সার্কুলার অনুযায়ী যারা ১২-০৬-২০১৮ তারিখের আগে ntrca থেকে সনদ প্রাপ্য হয়েছেন, তাঁদের বয়স শিথিল যোগ্য। আবেদনের জন্য প্রার্থীদের নিকট teletalk সাইটে আবেদন করতে বলা হয়। http://ngi.teletalk.com.bd এই সাইটে প্রবেশ করলে প্রার্থীগণ তাঁদের রিক্রুটমেন্ট সাইকেলসহ মেরিট লিস্ট ডাটাবেজ ও শুন্য পদের তালিকা দেখতে পারবে। সে অনুযায়ী বিভাগ, জেলা, উপজেলা ওয়াইজ শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবে। আর প্রতিটি আবেদনের জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষ ১০০ টাকা হারে টেলিটক সিমের মাধ্যমে ফিস নেবে যা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে পরিশোধ করা যাবে।
শিক্ষক হিসেবে ntrca ওয়েব সাইটে আবেদনের সময় সীমা ৪ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১০ টা ।
চলবে, ৩০ এপ্রিল ২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
উল্লেখ্য এর আগে ntrca কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নিকট বেশ কয়েক দফায় শুন্য পদের তালিকা চেয়ে পাঠায়।
বেসরকারি স্কুল-কলেজে ল্যাব সহকারি নিয়োগ নীতিমালা দেখতে ক্লিক করুন ।
পড়ুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি সহকারী লাইব্রেরিয়ান বা লাইব্রেরিয়ান পদে নিয়োগ দিতে পারবে না। এখন থেকে এই পদ্গুলোতে নিয়োগ দেবে এনটিআরসিএ।