Jahangirnagar University JU Published admission circular session 2020-21. জাহাঙীরনগর বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জাহাঙীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চলবে-
২০-০৬-২০২১ তারিখ দুপুর ১২:০০ টা থেকে চলবে ১৪-০৮-২০২১ তারিখ শনিবার রাত ১১:৫৯ টা পর্যন্ত; পূর্বে আবেদনের শেষ তারিখ ছিলো ৩১-০৭-২০২১ তারিখ।
JU Admission circular 2020-21
২৪-০৭-২০২১ তারিখ দেশের করোনা পরিস্থিতি ও লকডাউনের বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি মিটিং করে এই সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন RUET Admission Guideline
ভর্তি পরীক্ষা তারিখ-
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। eduporto.com ওয়েব সাইটেও ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় নোটিশ পাওয়া যাবে।
ভর্তি নিয়মাবলী:
আবেদন ফি: admission circular 2020-21
আবেদন ফি | A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা |
প্রবেশপত্র যেভাবে ডাউনলোড করতে হবে:
আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে “প্রবেশপত্র ডাউনলোড” এর অপশন দেখতে পাবেন। এই অপশনটি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী জানিয়ে দেয়ার পূর্ব পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকবে।
পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে।একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
Jahangir Nagar University website Link: https://juniv-admission.org