শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২১ ও জনবল কাঠামো প্রকাশ করেছে। বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে নীতিমালা মেনে চলতে হবে। স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজকে মেনে চলতে হবে এই বিধিমালা। ফলে, এই নীতিমালা জারীর পর আগের নীতিমালার কিছু অংশের পরিবর্তন হয়।
Latest mpo nitimala 2021
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এই নতুন নীতিমালা অনুযায়ী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিশেষ কিছু সুবিধা পাবেন। বিধিমালায়, ৫০ শতাংশ কলেজ শিক্ষক ডিগ্রি কলেজ থেকে সহকারী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক কলেজ থেকে জ্যৈষ্ঠ প্রভাষক হিসেবে পদোন্নতি পাবেন।
জনবল কাঠামো ও নীতিমালা ২০২১ জারী করেছে শিক্ষা মন্ত্রণালয়
উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের প্রমোশন নিয়ে আর্থিক কোন সুযোগ সুবিধার পার্থক্য না থাকলেও শুধু নামের পার্থক্য থাকছে। তাই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো সংক্রান্ত নোটিশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

সুতরাং, বর্তমান পরিপত্র অনুযায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। এখানে, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণি বিজ্ঞান ও আইসিটি ল্যাব সহকারি নিয়োগ দেয়া যাবে।
যা যা নতুন:
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থ্যাৎ ৬ষ্ট থেকে ৮ম শ্রেণির বিদ্যালয়ে ১৯ ধরনের পদ রয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিদ্যালয়ে পঁচিশ ধরনের পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু আছে সেখানে ৩১ ধরনের পদ রয়েছে নীতিমালায়। এছাড়া, পদন্নতির জন্য এমপিও প্রাপ্তি থেকে জেষ্ঠ্যতা, একাডেমিক পরীক্ষার ফলাফল, ক্লাসে মোট উপস্থিতি দেখা হবে। এমপিও ভূক্তির পর থেকে কোন নেতিবাচক প্রভাব না থাকা, কোন বিভাগীয় মামলা না থাকা, প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অনুকরণীয় বা সৃজনশীল দৃষ্ঠান্ত থাকতে হবে। ভার্চুয়াল ক্লাস নেয়ার দক্ষতা, উচ্চতর ডিগ্রি এমফিল বা পিএইসডি থাকলে সুবিধা পাবে শিক্ষকরা। গবেষণা কর্ম বা স্বীকৃত জার্নালে প্রবন্ধসহ ৯টি ইন্ডিকেটরে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সূচক তৈরি করে প্রমোশন দেয়ার কথা বলা হয়েছে নীতিমালায়। সুতরাং, বলা যায়- আগের নীতিমালা থেকে এটির বেশ পরিবর্তন লক্ষ্যণীয়। ফলে, শিক্ষকগণ এই পয়েন্টে বা শিরোনামে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ হবে এবং শিক্ষকগণ কার্যকরী ভূমিকা রাখবে।
পড়ুন বেসরকারি স্কুল ও কলেজে কমিটি নিয়োগ দিতে পারবে না।