ssc physics suggestion | eduportal | eduport

SSC Physics Board Question Suggestion for SSC Examinee. SSC Physics Chapter 14 Topic Physics to Save Life. So, Education portal Edu Porto publish SSC physics this Suggestion.
১। জীবপদার্থবিজ্ঞান কী?
২। জীবপদার্থবিজ্ঞানের ভিত্তি কী?
৩। জীবপদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জ কী?
৪। জীবপদার্থবিজ্ঞান কার সাথে সেতুবন্ধন তৈরি করেছে?
৫। আচার্য স্যার জগদীশ্চন্দ্র বসুর পরিচয় দাও।
৬। উপমহাদেশের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী কে?
৭। ১৮৯৫ সালে তিনি কী আবিস্কার করেন?
৮। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম কী?
৯। আচার্য স্যার জগদীশ্চন্দ্র বসু গবেষণার জন্য কী সংঘ তৈরি করেন?
১০। আচার্য স্যার জগদীশ্চন্দ্র বসুর উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
১১। এক্স-রে কী?
১২। এক্সরের তরংগ দৈর্ঘ্য কত?
১৩। এক্সরে কত প্রকার?
১৪। কীভাবে এক্সরে উৎপন্ন হয়?
১৫। চিকিৎসা ক্ষেত্রে এক্সরের তিনটি ব্যবহার লেখ।
১৬। শিল্প ক্ষেত্রে এক্সরের ব্যবহার লেখ।
১৭। গোয়েন্দা ক্ষেত্রে এক্সরের ব্যবহার লেখ।
১৮। আলট্রাসনোগ্রাফির তরংগদৈর্ঘ্য কত?
১৯। আলট্রাসনোগ্রাফির সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ ব্যবহার কোথায়?
২০। পেলভিক মাসের উপস্থিতি সনাক্ত করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
২১। ইকোকার্ডিওগ্রাফি কী?
২২। CT Scan –এর পূর্ণরূপ কী?
২৩। টমোগ্রাফি কী?
২৪। সিটি স্ক্যান দ্বারা তৈরি বিম্ব কেমন হয়?
২৫। এক্স রে ও সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য কী?
২৬। এক্সরের ধর্ম লেখ।
২৭। মানুষের শরীরের কি কি অঙ্গের রোগ সনাক্তকরণে সিটি স্ক্যান ব্যবহার করা হয়?
২৮। সিটি স্ক্যানে ডাই ব্যবহৃত হলে কী সমস্যা হয়?
২৯। MRI–এর পূর্ণরূপ কী?
৩০। MRI কীভাবে কাজ করে?
৩১। MRI হতে প্রাপ্ত প্রতিবিম্বকে কিসের সাথে তুলনা করা হয়?
৩২। পায়ের গোড়ালীর মচকানো ও পিঠের ব্যাথায় কী পরীক্ষা করা হয়?
৩৩। ECG -এর পূর্ণরূপ কী?
৩৪। ECG -এর সাহায্যে আমরা কী পরিমাপ করতে পারি?
৩৫। ECG -এর মাধ্যমে কি কি রোগ সনাক্ত করা যায়?
৩৬। এন্ডোস্কপি কী?
৩৭। এন্ডোস্কপি কিভাবে কাজ করে?
৩৮। রেডিওথেরাপি কী?
৩৯। কি কি রোগের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যবহার করা হয়?
৪০। রেডিওথেরাপি কয় ধরনের?
৪১। রক্তে ক্যান্সারের ক্ষেত্রে কোন তরল শরীরে দেয়া হয়?
৪২। হাড়ে ক্যান্সারের ক্ষেত্রে কোন তরল শরীরে দেয়া হয়?
৪৩। থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে কোন তরল শরীরে দেয়া হয়?
৪৪। ETT- এর পূর্ণরূপ কী?
৪৫। ETT –এর মাধ্যমে কী সনাক্ত করা হয়ে থাকে?
৪৬। এনজিওগ্রাম কী?
৪৭। ক্যাথেটার কী?
৪৮। এনজিওগ্রামের তিনটি ব্যবহার লেখ।
৪৯। আইসোটোপ কী?
৫০। থায়রয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির চিকিৎসায় কী ব্যবহার করা হয়?
৫১। লিউকোমিয়ার চিকিৎসায় তেজস্ক্রিয় কোন মৌল ব্যবহৃত হয়?
৫২। আইসোটোপ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
৫৩। বাহ্যিক ও অভ্যন্তরীণ রেডিও থেরাপির তুলনা কর।
৫৪। ব্রাকি থেরাপি বলতে কী বোঝায়?
৫৫। কারো বুক ব্যাথায় ইসিজিতে সমস্যা ধরা না পড়লেও ইটিটিতে সমস্যা ধরা পড়তে পারে। ব্যাখ্যা কর।
৫৬। এনজিওগ্রামে ডাই ব্যবহৃত হয়। ডাই কী?
৫৭। ডাই কীভাবে শরীর হতে বের হয়?
Click SSC Physics Question And Chapter 8 Answer.