২০২১ সালের HSC পরীক্ষার্থীদের ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর; ২০২১ সালের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট যে কারণে গুরুত্বপূর্ণ
প্রতি সপ্তাহে ০২ টি করে ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টে কভার পৃষ্ঠা যুক্ত করে দেওয়া হয়েছে। কভার পৃষ্ঠা এখান থেকে ডাউনলোড করুন।
কভার পৃষ্ঠায় শিক্ষার্থীদের নাম, পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে লিখতে হবে।
কভার পৃষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের জন্য আলাদা অপশন রয়েছে।
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কারো লেখা কপি না করার জন্য কঠোরভাবে বিধিনিষেধ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে; মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বকীয়তা দেখা হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতার মূল্যায়ন করা হবে;। কোন নোট গাইড বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোনভাবেই অ্যাসাইন্টমেন্ট উত্তর কপি করা যাবে না।
সকল শিক্ষার্থীদের নিকট যেন অ্যাসাইনমেন্ট পৌঁছায় সে জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রথম ও দিত্বীয় অ্যাসাইনমেন্টে পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, লঘু সংগীত, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজ বিজ্ঞান।
সমাজকর্ম, ভূগোল, ফিনান্স-ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন; রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।
অ্যাসাইনমেন্টে নম্বর বিভাজন
অ্যাসাইনমেন্টে মোট নম্বর ১৬। এর মধ্যে কোন শিক্ষার্থী ৮০%-১০০% থেকে নম্বর পেলে; ঐ লেখা পূর্ণাঙ্গ, যথাযথ, তথ্যবহুল ও তথ্য সমৃদ্ধ লেখা বোঝাবে। কোন শিক্ষার্থী ৭০%-৭৯% থেকে নম্বর পেলে; ঐ লেখা অধিকাংশ লেখা বোঝাবে।
কোন শিক্ষার্থী ৫০%-৬৯% থেকে নম্বর পেলে; ঐ লেখা আংশিক বোঝাবে। ৫০% এর কম নম্বর পেলে ঘাটতি ও অপ্রতুল বোঝাবে।
কোন শিক্ষার্থী ১৩-১৬ নম্বর পেলে অতি উত্তম, ১১-১২ পেলে উত্তম, ৮-১০ পেলে ভালো, ৮ নম্বরের কম অগ্রগতি প্রয়োজন বোঝাবে। ২০২১ সালের hsc পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেনন্ট প্রস্তুত ও নির্দেশনা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
১ম ও দিত্বীয় অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাসাইনমেনন্টের কাভার পেজ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।