এনটিআরসিএ কর্তৃক ৩য় গণ বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের নিমিত্তে Police Verification সম্পন্ন করার লক্ষ্যে V Roll Form NTRCA ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগ কর্তৃক ভি রোল ফরম সরবরাহ করা হয়েছে।
২৫/০৮/২০২১ তারিখের NTRCA এর ওয়েবসাইটে NTRCA Police Verification form পূরণ বিষয়ে নোটিশ জারী করা হয়েছে।
নোটিশে বলা হয়, ৩০/০৩/২০২১ তারিখের প্রকাশিত ফলাফলে ২০২১ সালের ৩য় গণবিজ্ঞপ্তি অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে; এন্ট্রি লেভেলে শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দেয়া ভি রোল ফরম পূরণ করতে হবে।
পুলিশ ভেরিফিকেশনের জন্য ০৫ (পাঁচ) কপি ফরম নিজ হস্তে পূরণ করে খামের উপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম লিখে ডাকযোগে NTRCA অফিসে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

NTRCA ৩য় সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন।
ভি রোল ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Non-Government Teachers’ Registration & Certification Authority (NTRCA) এর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নোটিশ জানানো হয়।
বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় এমপিও ও নন এমপিও অর্থ্যাৎ শূন্য ও সৃষ্ট পদে ২০০৫ সালের পূর্বে প্রতিষ্ঠান কমিটি নিয়োগ দান করলেও; বর্তমানে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে আসছে এনটিআরসিএ।
বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো মাদ্রাসা দেখতে এখানে ক্লিক করুন; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ আর দিতে পারবে না; নোটিশটি দেখুন এখানে।