জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষা বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, National University Admission circular 2020-21
কোভিড কালীন শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
ভর্তি যোগ্যতা:
২০১৭/২০১৮ সালে ssc বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ ও ২০১৯/২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নূন্যতম জিপিএ ২.৫ থাকতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ২৮ জুলাই ২০২১ তারিখ চলবে ১৪ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত।
ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে।
যারা মেধাক্রমে চান্স পাবে না:
যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না; ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না।
সে সকল প্রার্থী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
আবেদন ফিস: National University Admission Circular 2020-21
প্রাথমিক আবেদন ফি: আবেদনকারী প্রতি প্রাথমিক আবেদন ফি = ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা [জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও কলেজের অংশ ১০০/-(একশত) টাকা]
রেজিস্ট্রেশন ফি: শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি = ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা
শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি = ২০/- (বিশ) টাকা, শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৫/- (পাঁচ) টাকা, শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি = ১০/- (দশ) টাকা মোট = ৪৮৫ (চারশত পঁচাশি) টাকা; শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি শিক্ষার্থী প্রতি ভর্তি পুন:বহাল ফি = ৭০০/- (সাতশত) টাকা



Click to Download National University Admission circular 2020-21
আরো পড়ুন জাহাঙীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
আরো পড়ুন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইডলাইন টিপস এন্ড ট্রিক্স।
কীভাবে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায়। মেডিকেল ভর্তি টিপস
শিক্ষার্থীদের যে ১২টি ওয়েবসাইট- software সম্পর্কে ধারনা থাকতে হবে।